এক লাফে পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

প্রায় দেড় দশক ধরে ছোট পর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্র সালমান খান। তবে এবারের মৌসুমে তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন চমক নিয়ে। শোয়ের ১৯তম আসরে আগের তুলনায় একলাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এবার সপ্তাহান্তে প্রতিটি পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। অথচ গত মৌসুমে (‘বিগ বস ১৮’) তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি, আর তারও আগে পেয়েছিলেন ২০০ কোটি রুপি।

জানা গেছে, এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না সালমান। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও। পুরো মৌসুম করলে আয় হতো আগের মতোই ২৫০ কোটির কাছাকাছি।

‘বিগ বস’ এবারও সাজছে নতুন আয়োজনে। এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। অংশ নেবেন ১৮ জন প্রতিযোগী, যাঁদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে।

জি–হটস্টারে প্রথম সম্প্রচার শেষে দেরিতে তা দেখা যাবে কালার্স টিভিতে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান। প্রকাশিত প্রোমোতে দেখা গেছে নতুনভাবে সাজানো ‘বিগ বস হাউস’।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ