একসঙ্গে ৪ জনকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার

সামনেই শারদীয় দুর্গোৎসব। আর কদিন পরেই আনন্দে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এই আনন্দের মাত্রা শুরু হয় মহালয়ার মধ্য দিয়ে। গত রোববার পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাই মহালয়া উপলক্ষে আয়োজিত প্রার্থনায় যোগ দিতে রওনা হন লিপী রানী (৩০)।

আউলিয়া ঘাট থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা যাত্রীদের অনেকেই সাঁতরে পাড়ে উঠে এলেও যাদের মৃত্যু হয় তাদের মধ্যে লিপি রানীসহ পরিবারের রয়েছেন ৪ জন।

মারা যাওয়া লিপি রানীর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের ছত্রশিকারপুর এলাকায়। পরিবারের মারা যাওয়া অন্যরা হলেন- লিপি রানীর ৪ বছর বয়সী ছেলে বিষ্ণু বর্মন, কার্তিক বর্মনের স্ত্রী লক্ষী রানী (২৫) এবং রবিনের ভাতিজা তিন বছর বয়সী শিশু দীপঙ্কর বর্মন।

এদিকে একই পরিবারের ৪ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লিপি রানীর পরিবারে। স্ত্রী-সন্তানকে হারিয়ে নির্বাক রবিন। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন রবিনের ছোটভাই বাবুল বর্মন।

বাবুল বর্মন বলেন, আমার তিন বছর বয়সী ছেলে দীপঙ্কর বৌদিদের সঙ্গে মন্দিরে যাচ্ছিল, কিন্তু কে জানতো সে লাশ হয়ে ফিরবে।

নিহত লিপি রানীর স্বামী রবিন বর্মন বলেন, স্ত্রী-সন্তানকে পাঠিয়েছিলাম মহালয়া অনুষ্ঠানে। কিন্তু নৌকাডুবিতে আমার সব শেষ হয়ে গেল। আমি এখন একা হয়ে গেলাম।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ