একদিনের জন্য রোমের মেয়র হচ্ছেন কার্লো ভেরদোনে

ইতালির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান ও পরিচালক কার্লো ভেরদোনে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে রোম শহরের পক্ষ থেকে এক বিশেষ সম্মান পেতে চলেছেন। সোমবার (১৭ নভেম্বর) তিনি একদিনের জন্য রোমের মেয়রের দায়িত্ব পালন করবেন। এই উপলক্ষে বর্তমান রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি ক্যাপিটোলিন হিলের তার আসনটি ২৪ ঘণ্টার জন্য ভেরদোনের হাতে তুলে দেবেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় গুয়ালতিয়েরি পালাজো সেনেটরিওতে ভেরদোনেকে স্বাগত জানাবেন। এরপর একদিনের এই মেয়র সিটি হলে (সিটি কাউন্সিল) অনুষ্ঠিতব্য একটি কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন।

শহরের প্রথম নাগরিক হিসেবে তার এই সম্মানসূচক একদিনের মেয়র থাকাকালীন ভেরদোনে শহরতলির বিভিন্ন অঞ্চল পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। তার কর্মসূচির মধ্যে রয়েছে ভিলা গোরদিয়ানি এলাকায় একটি নতুন শিশুদের খেলার মাঠের উদ্বোধনে অংশ নেওয়া, চেনতোচেলে পার্কে চলমান একটি পুনর্গঠন প্রকল্প পরিদর্শনে যাওয়া এরপর শহরের উত্তর উপকণ্ঠে লা স্তোরতার একটি সিনিয়র সেন্টারে মধ্যাহ্নভোজন।

এছাড়াও উত্তর-পশ্চিম শহরতলি ত্রালিয়াতেল্লার মেয়র গুয়ালতিয়েরির সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ পরিদর্শনে যাওয়া।

ভেরদোনের বিশেষ দিনটির সমাপ্তি ঘটবে সিটি হলে দিনের শেষ দিকে। সেখানে তাকে রোমের সর্বোচ্চ সম্মান ‘লুপা ক্যাপিটোলিনা’ তে ভূষিত করা হবে।

গত মাসে এই ঘোষণা করার সময় মেয়র গুয়ালতিয়েরি স্মরণ করিয়ে দেন এর আগে আরেকজন অত্যন্ত জনপ্রিয় রোমান অভিনেতা ও কমেডিয়ান আলবার্তো সোর্দি তার ৮০তম জন্মদিনে একদিনের জন্য মেয়র হয়েছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল ২০০০ সালে তৎকালীন মেয়র ফ্রান্সেসকো রুতেল্লির মেয়াদকালে যা সোর্দির মৃত্যুর তিন বছরেরও কম সময় আগে।

কার্লো ভেরদোনে ইতালীয় কমেডিতে এক প্রধান ব্যক্তিত্ব এবং আলবার্তো সোর্দির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত। ইতালীয় রাজধানীর সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ