ডেস্ক রিপোর্ট: ইতালী প্রবাসী সাংবাদিক, এনটিভির ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমানের নিজস্ব ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। স্বদেশ বিদেশের পাঠকের জন্য নিচে তা হুবহু
প্রকাশ করা হলো:
“”পুরুষেরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নেয়। কখন কোন পরিস্থিতিতে চলতে হবে তা সময়ের সাথে সাথে শিখে নেয় । তাই বলা যায় পুরুষদের কর্তব্য শেখাতে হয় না, তারা সময়মতো শিখে নেয়।””
ফটো ক্রেডিটঃ সহকর্মী আরিফুল হক।
