বার্সেলোনা থেকে জেবুন্নেসা জেবু:
২১আগষ্ট রবিবার বার্সেলোনায় একমাত্র বাংলা
স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২২ অনুষ্টিত হয়।সকাল ১০টা ১ মিনিটের সময় দুইটি বাস এক যোগে অভিবাবকসহ অভিবাবকদের নিয়ে শিক্ষক ও স্কুল কমিটির নেতারা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।যাত্রা পথে দোয়া ও কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম।১ ঘন্টা পর দুটি গাড়ী একসাথে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্ক নাতুরাল দেল মুন্তনেগরে ই কোরেদর এ পৌছেন । স্কুল কমিটির নেতৃবন্দসহ শিক্ষকদের সুশৃংখল পরিচালনায় ছাত্র অতিথি অভিভাবক সমন্বয়ে গান কবিতা কৌতুক আনন্দে মুখরিত করে রাখেন সফরের ক্লান্তি পথ।
গন্তব্যে পর পর্ব শেষ হতেই একেক পর্বে আনন্দ মাত্রা যোগ হতে থাকে।স্কুলের কোমলমতি শিশু, অতিথি ও অভিভাবকদের বিভিন্ন ইভেন্টে আনন্দ ঘন ও শিক্ষণীয় খেলা ধূলার আয়োজন করা হয়।দৌড় মার্বেল সুইসুতা অংক প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মত। খেলার পর্ব শেষ হতেই মধ্যাহ্ন ভোজের সুশৃংখল আয়োজন। সাবরিনা কিচেন এর বিরিয়ানী, চিকেন রোষ্টসহ খাবারের নানা আয়োজন সকলেই যেন শিক্ষা সফরের ভোজন পর্বে তৃপ্তির ডেকুর তুলে।
প্রতিমধ্যে সভাপতি তার বক্তব্যে পাঠদানে বাংলা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূয়সী প্রসংশা করেন।তিনি বলেন, বাংলা স্কুল বাংলা ভাষাভাষী ছাত্র ছাত্রীদের জন্য বার্সেলোনার সবচেয়ে প্রথিতযশা
প্রথম স্কুল।অনেক কষ্ট ও অবৈতনিক শ্রমের ফসল আজকের এই বাংলা স্কুল।
বিকাল ৪টায় পুরুষ্কার বিতরন অনুষ্টান শুরু হয়।প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরুষ্কার প্রদানসহ গুনিজনদের সৌজন্য পুরুষ্কার প্রদান করা হয়।শেষে অনাকাঙ্কিত বৃষ্টির কারনে সবাই তড়িঘড়ি করে গন্তব্য বাহনে উঠেন।
বার্ষিক শিক্ষা সফর ২০২২ এ উপস্হিত ছিলেন বাংলা স্কুল কমিটির সভাপতি আওয়াল ইসলাম,সাধারন সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম,মাসুদা পারভিন,সামসুজামাল পাহেল,লামিয়া নাজনিন,জেরিকো স্পন্দন,সাবরিন জাহান।
আরও উপস্হিত ছিলেন সাবেক সভাপতি আলাউদ্দিন হক নেছা,শাহ আলম স্বাধীন,নজরুল ইসলাম, জাহানারা সিদ্দিকা জানু,শফিক খান,মিরন নাজমুল,জাফর হোসেন,
আবুল কাশেম সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।
শিলা বৃষ্টির রসিকতায় ১ঘন্টা ৩০ মিনিট
আগে ফিরে আসার পথে যাত্রা শুরু করলেও পিকনিকে আনন্দের কোন কমতিই যেন ছিল না।ফিরে আসার পথে নজরুল ইসলাম ও শাহ আলম স্বাধীন স্কুলের উন্নয়নে
বাংলা ভাসাবাসী সকলের সহযোগিতা কামনা করে।
