ডেস্ক রিপোর্ট: সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পদ বন্টন অনুষ্ঠান আজ। ইতালি আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে (পিয়াচ্ছা ভিত্তোরিও) এক উৎসব মুখের পরিবেশে দলের কর্মকর্তা ও সদস্যদের পদ বন্টন করা হবে আজ সন্ধ্যায়। আজকের এই অনুষ্ঠানে ইতালি আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নেতারা।
ইটালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপ সফরকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে। সেটা কে আরও বহু গুণে বাড়িয়ে দেবার লক্ষ্যে আজ দলের পদ বন্টনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারা বলেন, ইতালি আওয়ামীলীগকে হাইব্রিড এবং দুর্নীতিবাজ মুক্ত করে গড়ে তোলাই তাদের লক্ষণ। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল টিম বেলজিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভবর্ধনা জানাতে আগামী ২৪ তারিখ রওনা দেবেন বলেও জানান তারা। ইতিমধ্যেই যারা বেলজিয়ামে যাবেন তারা বিমান টিকেট সংগ্রহ করেছেন।
