ভ্রাম্যমান প্রতিনিধি: দেশটির উত্তর ইতালিতে সাংগঠনিক সফরে গিয়ে সকল গ্রুপের সাথে আলোচনা করে ওই অঞ্চলে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ গঠনে কার্যকর
ভূমিকা রেখেছেন। আলমগীর হোসেনের দৃঢ়চেতা মনোভাব ওই অঞ্চলের দলীয় নেতা কর্মীদের মুগ্ধ করেছে। সকল গ্রুপকে একমঞ্চে এনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ওই পদে নির্বাচিত করার আহ্বান জানান এই নেতা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর রোম থেকে রওনা
দিয়ে মিলানো পৌঁছান তার নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে সহসভাপতি আব্দুর রউফ ফকির, কোষাধ্যক্ষ রিমন আরিফ এবং সাংবাদিক আফজাল হোসেন রোমান। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানোতে পৌঁছালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাদেরকে ফুলের শুভেচ্ছা। জানা পরে মিলানো এবং আশপাশ অঞ্চল থেকে আশা নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।মিলানসহ উত্তর ইতালির বিভিন্ন শহর থেকে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । বলেন, দেশে-বিদেশে একটি মৌলবাদী চক্র সক্রিয় রয়েছে আমাদের বিরুদ্ধে। তাদের সকল অপর প্রচারকে রুখে দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।
মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মিলান-লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক জামান কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির, সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান এবং কোষাধ্যক্ষ রিমন আরিফ।
মিলান-লোম্বার্দিয়া আওয়ামী লীগ আয়োজিত এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মনফালকনে, ভেনিস, পাদোভা, ব্রেসিয়া, ভারেজ, মোনছা, তরিনো, জেনোভা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে নেতাকর্মীদের সাথে নিয়ে মিলান কনসাল জেনারেল এম জি এইচ জাবেদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
