উইন্ডিজ দলে ফিরলেন সেই ‘ভয়ঙ্কর’ সীমার

প্রথমে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ।

ইনজুরিকবলিত ছিলেন তিনি। প্রাথমিকভাবে তাকে ছাড়াই প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

আর ম্যাচের ঠিক আগের দিন ফিটনেস পরীক্ষায় উৎরে দলে ঢুকে পড়লেন এ পেসার।

বিষয়টি বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই বটে। কারণ নিজের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশকে পেলেই ভয়ঙ্কর হয়ে উঠেন রোচ। টাইগারদের বিপক্ষেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তিনি।

টাইগারদের বিপক্ষে ৯ টেস্টে তিনবার ৫ উইকেটসহ রোচ নিয়েছেন ৩৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে তার বোলিং গড় ২১.৪৭, উইকেটপ্রতি বল খরচ করেন মাত্র ৪৫টি। টেস্ট খেলুড়ে আর কোনো দলের বিপক্ষে এমন সাফল্য নেই রোচের।

যে কারণে টেস্ট সিরিজে দলের অন্যতম সেরা পেসারকে পেয়ে উচ্ছ্বসিত ক্যারিবীয় হেড কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, ‘টেস্ট শুরুর আগেই রোচ পুরোপুরি ফিট হয়ে গেছে। খুব ভালো লাগছে আমার। সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার নাম।’

রোচ যে নিজের চেনা মাঠে তামিম-সাকিবদের উড়িয়ে দিতে মুখিয়ে রয়েছেন, তা বোঝা যাবে রেকর্ডের দিকে তাকালে। ৩৩ বছর বয়সি এ তারকা পেসারের সামনে রয়েছে টেস্টে ২৫০ উইকেট অর্জনের হাতছানি।

৭১ টেস্টে রোচের এখন সংগ্রহ ২৪২ উইকেটে।

ক্যারিবীয় কোচ বলেন, ‘আর মাত্র ৮ উইকেট শিকার করলে ২৫০ উইকেট হবে রোচের। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দলের মধ্যে যে আবহ নিয়ে আসে রোচ- তাতে আমরা খুশি। তার নিয়মিত সাফল্য দেখার জন্য মুখিয়ে রয়েছি।’

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস, কেমার রোচ ও ডেভন থমাস।

তথ্যসূত্র: ক্রিকইনফো

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ