অবশেষে ঈদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার। এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে পারে, এমনটাই আশা করা হয়েছিল। ধারণা করা হয়েছিল যে যে প্রথম দিনে ৪০-৪৫ কোটি আয় করবে, তবে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম দিনে ভারতে সিকান্দার ২৬ কোটি টাকা আয় করেছে। ছবিটির নির্মাতারা রবিবার বিশ্বব্যাপী ৫৪ কোটি আয়ের দাবি করেছেন। তবে, বিশ্বব্যাপী আদৌ কত আয় করেছে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।
শুরুটা খারাপ হলেও, সোমবার ঈদের ছুটির কারণে সিকান্দার সিনেমার ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনলাইন পাইরেসির কারণেও এর আয়ের উপর প্রভাব পড়েছে। বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা রবিবার ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে, সিনেমাটির সাত-আটজনের সাথে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’
সালমানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে, সিকান্দার তো প্রথম দিন একেবারেই বক্স অফিসে ঝড় তুলেন পারেনি, তবে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কিসি কা ভাই কিসি কি জান, যা প্রথম দিনে ১৩.৫ কোটি আয় করেছে এবং রাধে, যা ৪.৭৫ কোটি আয় করেছিল। তুলনামূলকভাবে, তার আগের ছবিগুলো ভালো ব্যবসা করেছে।