ইসলামাবাদমুখী মার্চ করবেন ইমরান খান

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তার বানি গালার বাসায় শনিবার সংবাদ সম্মেলনে বলেন, দলকে ইসলামাবাদমুখী মার্চের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন। বলেছেন, গ্রাম পর্যায়ের নেতানেত্রীসহ দলীয় সবাইকে ইসলামাবাদমুখী মার্চের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। এই মার্চ হবে সত্যিকার মুক্তির জন্য। ইমরান খান বলেন, রাজধানীমুখী জনতার এক বিশাল সমুদ্র সৃষ্টি হবে। আরও উল্লেখ করেন যে, তিনি কখনোই এর আগে জনগণের মধ্যে এত রাজনৈতিক সচেতনতা প্রত্যক্ষ করেননি। ইমরান খানের ভাষায়- জনগণের সঙ্গে যে কৌতুক করা হয়েছে এবং আমাদের সরিয়ে যাদেরকে বসানো হয়েছে, সে বিষয়ে বুঝতে শুরু করেছে জনগণ।
নতুন যে মন্ত্রীপরিষদ গঠন করা হয়েছে তাতে জামিনে থাকা অনেকে আছেন এবং অপ্রত্যাশিতভাবে বেশ কিছু ‘ক্রিমিনাল’ আছেন এতে। ইমরান খান জানান, ইসলামাবাদমুখী মার্চ সফল হওয়ার জন্য ২৭শে রমজান শবে ক্বদরে বিশেষ দোয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন ডন। ইমরান খান আরও বলেন, বিদেশি ষড়যন্ত্র যে সত্য ছিল তা পরিষ্কার হয়ে গেছে। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ইমরান খানের বিদায়ের কয়েক মিনিট আগে বৈঠক করে। তা থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ যথার্থ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ