মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানে এখনও আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ইরান সরকার যদি আলোচনায় না আসে, তাহলে দেশটির জনগণের উচিত হবে এই ‘সহিংস শাসনব্যবস্থা’কে উৎখাত করা—এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
সোমবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে বলে এএফপি, আল-জাজিরার খবরে বলা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি বলেন, “ইরানি শাসকগোষ্ঠী যদি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে না আসে, তাহলে ইরানি জনগণের উচিত হবে এই সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া, যারা দশকের পর দশক ধরে তাদের দমন করে আসছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও আগ্রহী এবং সম্পৃক্ত।”
তবে হোয়াইট হাউসের এ বক্তব্যের একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা ‘শাসন পরিবর্তনের উদ্দেশ্যে নয়’।
এর কিছুক্ষণ পরেই ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করতে না পারে, তাহলে শাসন পরিবর্তন কেন হবে না???’
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের বক্তব্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই কূটনীতি এবং কঠোর অবস্থান—দুই দিকেই খোলা রাখার ইঙ্গিত মিলছে।