ইপেপারে যাচ্ছে স্বদেশ বিদেশ – হাজী মোঃ জসিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট: ইতালির জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বদেশ বিদেশের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন স্বদেশ বিদেশ ই পেপারে প্রবেশের কথা উল্লেখ করে বলেছেন, আমরা এই জনপ্রিয় পত্রিকাটিকে এখন থেকে ইপেপারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রাথমিকভাবে আমরা সপ্তাহে একদিন অথবা বিশেষ বিশেষ দিনে ই পেপার প্রকাশ করব। আজকের এই ইপেপারটি কেমন হয় আপনাদের মতামত প্রত্যাশা করছি উল্লেখ করে পাঠকদের উদ্দেশ্যে বলেন, ইতালী প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষের জন্য, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে স্বদেশ বিদেশ কাজ করে যাবে। সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ আনন্দ বেদনা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর অনুষ্ঠান আমরা সচিত্র প্রকাশ করার চেষ্টা করব। ইমিগ্রেশন এর সাথে যারা কাজ করে থাকেন তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন ছাড়াও ইমিগ্রেশন আন্দোলনের নেতাদের জীবনী নিয়ে আমরা বিশেষ প্রতিবেদন প্রকাশ করব।

তিনি বলেন, পত্রিকার সম্পাদকসহ এক ঝাক তরুণ কর্মী নিয়ে স্বদেশ বিদেশ আগামী দিনে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি। তিনি পত্রিকাটির বিজ্ঞাপন দাতা শুভানু্ধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ