আফজাল হোসেন রোমান: ইতালি প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের নারীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ গ্রহণ করেছেন। রোমে আয়োজিত এক নারী সমাবেশে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেবার আহ্বান জানান। নারী নেত্রী নিগার সুলতানা মিতা ও সাবিকুন
নাহার রত্নার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পেরে অপরাপর নারীরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
শনিবার রোমে আয়োজিত ওই নারী সমাবেশে সভাপতিত্ব করেন নিগার সুলতানা মিতা এবং সভা পরিচালনা করেন সাবিকুন্নাহার রত্না। রোমের বিভিন্ন এলাকার থেকে নারীরা এসে ঐক্যবদ্ধ হন। অন্যান্য নারী নেত্রীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী নেত্রীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসে বসবাস করা নারীদের কল্যাণে আরো বেশি সক্রিয় হবারও অঙ্গীকার করেন।নারী নেত্রী নিগার সুলতানা মিতা বলেন, বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস ভাবে পরিশ্রম করছেন, তাকে প্রবাস থেকেও আমরা আরও সহযোগিতা করতে চাই। তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান।
সাবিকুন নাহার রত্না বলেন, আমরা ইতালি প্রবাসী নারীরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি নারীদের কল্যাণে প্রবাসে থেকেও ভূমিকা রাখতে চাই। তিনি ইতালি প্রবাসী সকল নারীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
সালমা রহমান নারীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নিগার সুলতানা মিতা এবং সাবিকুন্নাহার রত্নার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, আমরা জাতীয় দিবসসহ নারী দিবস এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দেশকে প্রবাসে তুলে ধরতে চাই
জোহরা হোসেন পুতুল সকল নারীকে ঐক্যবদ্ধ করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন। বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চাই।
সায়মা সুলতানা আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ রেখে নারীদের কল্যাণে কাজ করে যাবার অঙ্গীকার করেন। বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রবাসী নারীদের সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হবো
