ডেস্ক রিপোর্ট: ইতালী প্রবাসী শরিয়তপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মাস্টার আবুল বাশার মালত তার ফেসবুকে ইতালির দুই কমিউনিটির শীর্ষ নেতাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তার ওই স্ট্যাটাস ভাইরাল হয়েছে এবং ইতালি প্রবাসী বাংলাদেশীরা তার লেখার প্রশংসা করেছেন। স্বদেশ-বিদেশ পত্রিকার পক্ষ থেকে
পাঠকের জন্য হুবহু তা তুলে ধরা হলো:
: মস্টার আবুল বাশার মালত:
“”পদ্মার ঢেউয়ে ভেজা দোয়েলের ভোর,
কীর্তিনাশার তীর ঘেষে রাখালি দুপুর,
সোনালী ভোরের মাঝে খেজুরের গুড়,
এই নিয়ে আমাদের শরীয়তপুর।
হাজী শরীয়তউল্লাহর পবিত্র নামে,
আমাদের কীর্তিগাথা আছে ইতিহাসে।
ডাঃ গোলাম মাওলার বলিষ্ঠ আহবানে,
লক্ষ তরুন ৫২ তে ১৪৪ ধারা ভাঙে,
এ মাটির প্রতিটি আন্দোলন সংগ্রামে,
আমাদের শরীয়তপুর নয় পিছনে।
অতুল প্রসাদ সেন, ডঃ যোগেশ চন্দ্র, আবু ইসাহাক, আব্দুর রাজ্জাক, কর্নেল শওকত আলী, হাজী দানেশ মোক্তার সহ অসংখ্য গুনী জনের পূন্যভূমি শরীয়তপুর জেলা থেকে আসা ইতালি প্রবাসী শরীয়তপুর বাসীদের ইতালিস্থ বাংলাদেশী কমিউনিটির জন্য সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক অবদান উল্লেখযোগ্য।
ইতালিতে যাদের অবদান ও নেতৃত্বে আমরা শরীয়তপুর বাসী গর্বিত বিশেষ করে হক সাহেব, বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কে এম লোকমান হোসেন, হাজী ইদ্রিস ফরাজি, আব্দুর রউফ ফকির, আফতাব বেপারী, কেরামত ছৈয়াল, মতিউর রহমান ভুলু ভাই সহ সকল মুরুব্বীদের কাছে দলমত নির্বিশেষে আমরা শরীয়তপুর বাসী কৃতজ্ঞ।
বর্তমানে ইতালি প্রবাসী শরীয়তপুরের তরুন শ্রেণী সহ সকল স্তরের প্রবাসীদের মধ্যে ইতালিতে শরীয়তপুর তথা ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের আস্থাভাজন, বিশ্বস্ত ও প্রিয় নেতার উত্তরসূরী হিসাবে জনাব আব্দুর রউফ ফকির ও জনাব আফতাব বেপারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশ কমিউনিটির কিছু ব্যক্তিবর্গ শরীয়তপুরের ঐক্যবদ্ধতার মাঝে বিভেদ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে!! যেমন উদাহরণ স্বরূপ, আমাদের মুরুব্বি নেতৃবৃন্দদের বলছে আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারী নেতৃত্বে আসলে আপনাদের নাম ছোট হয়ে যাবে, আপনারা শুন্য হয়ে যাবেন, তাই ইতালির মাটিতে আপনাদের নাম স্বর্নাক্ষরে লিখাতে হলে আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারীকে দমিয়ে রাখতে হবে। আমাদের শরীয়তপুরের কিছু তরুনদের তাদের যোগ্যতার চেয়ে বড় বড় পদ পদবীর লোভ দেখিয়ে আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারীর বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছে, তাদের বোজানো হচ্ছে রউফ ফকির ও আফতাব বেপারীর নেতৃত্বে তোমরা এই পদ পদবী পাবেনা।!
আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারী সব সময় এ্যম্বাসীর দালাল, পদ পদবীর বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাই এক শ্রেনীর নেতাদের আতঙ্কে পরিনত হয়ে গেছে আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারীর নেতৃত্ব।
আসুন আমরা ইতালিতে শরীয়তপুর বাসী একতাবদ্ধ হই। শরীয়তপুর বাসীই নির্ধারণ করে দিবে ইতালিতে আমাদের শরীয়তপুর বাসীর নেতৃত্ব কারা দিবে। এখনো যারা ষড়যন্ত্র কারীদের ব্লাকমেইলিং-এ আটক ও সম্মোহীত আছেন, তারা ঐ খোলস ভেঙে শরীয়তপুর বাসীর একতাবদ্ধতার কাতারে এসে পড়ুন।
আমরা শরীয়তপুরবাসী ভাই ভাই।””
