মিনহাজ হোসেন, সিটি এডিটর:ইউরোপিয়ান টি ২০ ক্রিকেট লীগ এবং ইউরোপিয়ান ফেডারেশন লীগ ২০২২ আসরে অংশগ্রহণকারী রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি বলেছেন, বাংলাদেশ সরকার খেলাধুলার প্রতি অনুরাগী।
ইতালিতে বাংলাদেশিদের জন্য খেলার মাঠ কেনার উদ্যোগ গ্রহণ করা হলে দূতাবাস সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশ ক্রীয়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন বলেছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য রাজধানী রোমে একজন খেলার মাঠ কেনার পরিকল্পনা রয়েছে সংস্থার। এ ব্যাপারে তিনি দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ ও আবু বক্কর সিদ্দিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম বাংলা মর্নিং সান ইতালি সভাপতি আবদুল কাদের,
ক্রিকেট বোর্ড ইতালির সাধারন সম্পাদক কেলুম পেয়ারা, সহ সভাপতি মারিয়া লরেনা, জাতীয় মহিলা ক্রিকেট দল ইতালি ম্যানেজার ও কোচ প্রভাতীসহ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সাজ্জাদুল কবির, উপদেষ্টা আব্দুস সালাম, সহ সভাপতি মোজাম্মেল হোসেন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক আরমান উদ্দিন স্বপন, সহ রোমের ক্রীড়ামোধী প্রবাসী ও আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাবের কোচ রাহাত আহমেদ ক্যাপ্টেন অনিক আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ইতালির জাতীয় ক্রিকেট দলের দুই জন বাংলাদেশি রায়হান শরীফ ও রিফাত ইসলাম ক্রিকেট দলে নিয়মিত খেলে যাচ্ছেন বলে জানানো হয়।
