ইতালি প্রবাসী সাংবাদিক পরিবার আমন্ত্রণ জানালো রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে

ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ জুন ইতালির রাজধানী রোমে এনটিভি ইউরোপের সি ই ও সাবরিনা হোসাইনকে গণসংবর্ধনা দেবে ইতালি প্রবাসী সাংবাদিক পরিবার। ওই সংবর্ধনায় কমিউনিটিতে অসামান্য সাফল্য অর্জনের জন্য এওয়ার্ড এবং সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাবরিনা হুসাইনের ওই গণসংবর্ধনায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমানের নেতৃত্বে সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক ও ৭১ টিভির ইতালি প্রতিনিধি লাবণ্য চৌধুরী, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন এবং বাংলা প্রেস ক্লাব ইতালির নির্বাহী সদস্য ও এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ।

এ সময় রাষ্ট্রদূত শামীম আহসান এর সাথে রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকীও
উপস্থিত ছিলেন।
সাংবাদিক পরিবারের সদস্যদের সাথে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান দীর্ঘক্ষন বৈঠক করেন। এই বৈঠকে সাংবাদিকতার বিভিন্ন দিক, প্রবাসী সাংবাদিকদের অবস্থান ইত্যাদি বিষয় ছাড়াও দূতাবাসের হল রুম বর্ধিত ‌করার কথাও জানান রাষ্ট্রদূত। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মধ্য দিয়ে একুশে পালনের বিষয়টা চলে আসে।
রাষ্ট্রদূত শামীম আহসান ইতালির সংবাদপত্র এবং মিডিয়ার সাথে সম্পৃক্ত হবার পরামর্শ দেন সাংবাদিক পরিবারের সদস্যদের‌‌ । রাষ্ট্রদূত শামীম আহসান দূতাবাসের সংবাদ তিনিই প্রথম প্রেস বিজ্ঞপ্তি আকারে সাংবাদিকদের সরবরাহ করছেন বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ