ইতালি প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর আসছে: ড. মুক্তার হোসেন


ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন পর ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেন এবং প্রবাস কথার ইউরোপ ব্যুরো প্রধান এম কে রহমান লিটনের সাথে সাংবাদিক হাসান মাহমুদের আলোচনা হয়। ইমিগ্রেশন আন্দোলনের নানা দিক ছাড়াও সরকারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের জন্য নতুন কিছু সুখবর আসছে বলেও জানান ডঃ মুক্তার হোসেন। আলোচনায় বিভিন্ন দিক উঠে আসে।

ইতালিতে বড় হওয়া আগামী প্রজন্মের জন্য ভাষা , শিক্ষা চাকরির সুবিধা ইত্যাদি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। ইতালির জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বদেশ বিদেশের সম্পাদক হাসান মাহমুদ তার অভিমত তুলে ধরেন। ইতালিতে কর্মরত বিভিন্ন মিডিয়ার দক্ষ সাংবাদিকদের প্রশংসা করা হয় এই বৈঠকে। প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষা করে আরো বেশি বেশি রিপোর্ট তৈরিরও আহ্বান জানানো হয় এই বৈঠক থেকে।
আগামী দিনে ইমিগ্রেশন আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারেও অভিমত দেন বাংলাদেশ ইমিগ্রেন্টস এসোসিয়েশনের সভাপতি ডঃ মুক্তার হোসেন। প্রবাস কথার ইউরোপ ব্যুরো প্রধান এম কে রহমান লিটন প্রবাসীদের নিয়ে আরও বেশি বেশি ইতিবাচক রিপোর্ট এবং ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য সম্বলিত রিপোর্ট করার ওপরও জোর দেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ