ইতালি প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে প্রতিষ্ঠিত বাংলাদেশী মালিকানাধীন ইংলিশ মিডিয়াম স্কুল “দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ”এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আগামী প্রজন্মকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতেই এই উদ্যোগের কথা জানান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে।
ইতালি প্রবাসী বাংলাদেশী শিশু কিশোরদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হবে উল্লেখ করে এই স্কুলকে আগামীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন।
তিনি বলেন, আগামী দিনে আমরা এই স্কুল এন্ড কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা করেছি। নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব ক্যাম্পাসেই হবে ওই বিশ্ববিদ্যালয়। যেখানে বাংলাদেশ থেকেও ছাত্রছাত্রীরা এসে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।
কলেজের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ বলেন আগামী পহেলা সেপ্টেম্বর থেকে যাত্রা করবে এই স্কুল এন্ড কলেজ। তারা সমাজের জন্য একটি ভাল কাজ করতে চান বলে জানান।
সাংবাদিক সম্মেলনে দি ইউরোপিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা, উপাধ্যক্ষ সুজন খান ছাড়াও ভাইস চেয়ারম্যান মিঠু আহমেদ, ফজলুর রহমান ভুট্টো, আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে এই স্কুলে পড়াশোনা করানো হবে বলে জানান কর্তৃপক্ষ।