ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশে সাংগঠনিক সফর শেষ করে আগামীকাল শনিবার ইতালির
রাজধানী রোমে ফিরবেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড সফরকে কেন্দ্র করে
ইতালি আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি রয়েছে। আলমগীর হোসেন রোমে নেমেই চলে আসবেন আহুত দলের গুরুত্বপূর্ণ বৈঠকে। এ সভাটি রোমের
তরপিনাত্তারাস্থ রসুই রেস্টুরেন্টে রাত ৮টায় শুরু হবার কথা রয়েছে। সুইজারল্যান্ডে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইতালির আওয়ামী লীগ এক বিশাল বহর নিয়ে গমন করবেন সেখানে।
সে ক্ষেত্রে আগামীকালের ইতালি আওয়ামী লীগের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা।
