ডেস্ক রিপোর্ট: ইতালির বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী হাজী মোঃ জসিম উদ্দিনকে ইতালির আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এর দায়িত্ব দেয়া হয়েছে। সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন তার লন্ডনের আবাসস্থলে যাবার কারণে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জনাব জসিম এ দায়িত্ব লাভ করেন। তিনি ইতালি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন।
দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে কাজ করে যাওয়া রাজধানী রোমের এই ব্যবসায়ী এর আগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ ইতালি আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে জনাব জসিমের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব লাভ করেন। তবে দলের ত্রি বার্ষিক সম্মেলনের অনেক পরে এই দায়িত্ব পেলেও দলটি এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। কিন্তু পদপদবী দিয়ে বহু চিঠি ইস্যু করা হয়েছে। কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তা এখনো অনিশ্চিত। চলতি বছরের নভেম্বরে দলের কাউন্সিল হবার তিন বছর পূর্ণ হবে।
