ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নিজ নিজ এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে বাংলাদেশে গমন করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ইতালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু। এই দুই নেতা ইটালি আওয়ামীলীগের হাল ধরবেন সভাপতি, সাধারণ সম্পাদক ইতালি না ফেরা পর্যন্ত। দলীয় নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী পঞ্চম বারের জন্য আবারো প্রধানমন্ত্রী হবেন-এটা তাদের নিশ্চিত বিশ্বাস। ইটালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেই ইতালিতে ফিরতে পারবেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ জসীমউদ্দীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবুকে দলীয় কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা দলকে সঠিকভাবে এগিয়ে নিতে সক্ষম হবেন দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতা।
