ইতালি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি হবে শক্তিশালী এবং পরিচ্ছন্ন নেতাকর্মীদের সমন্বয়ে: আব্দুর রউফ ফকির


ডেস্ব রিপোর্ট:বিশেষ সাক্ষাৎকারে ইটালি আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির বলেছেন, তার কাছে ব্যবসা এবং রাজনীতি দুইটাই গুরুত্বপূর্ণ। দেশকে সমৃদ্ধ করতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে রাজনীতির যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি জীবন ধারণের জন্য ব্যবসা বা চাকরি করাও জরুরী।
যারা কোন কিছু না করে তাদেরকে নিয়ে প্রবাসীদের মনে নানা রকমের প্রশ্ন থেকে যায়।
জনাব রব ফকিরের নিজস্ব অফিসে দেয়া সাক্ষাৎকারে তিনি ইতালী আওয়ামীলীগের সাফল্য নিয়েও কথা বলেন। জানান, গত বছরের ইতালি আওয়ামী লীগের বর্ণাঢ্য সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। ওই সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে।
রকমের ঝামেলা ছাড়াই কাউন্সিলরদের উপস্থিতিতে চারজনকে সর্বসম্মতিতে নির্বাচন করা হয়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি আওয়ামীলীগকে প্রথমে মৌখিক পরে লিখিত অনুমোদন দেন।্্ব্র্্ব্্ব্র্্ন্্ব্র্্ব্্ব্র্্ রব ফকির বলেন, তালি আওয়ামী লীগের আগামী কমিটি হবে শক্তিশালী এবং যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে। ইতালির সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পরিচ্ছন্ন নেতাদের নিয়েই আগামী দিনে ইতালী আওয়ামীলীগ এগিয়ে যাবে। রাগ অনুরাগ কিংবা বিরাগের বশবতী হয়ে কাউকে বাদ দেওয়া কিংবা অন্য কোন কারণে অযোগ্য বেয়াদব অথবা দুষ্ট চরিত্রের কাউকে স্থান দেওয়া যাবে না। সভাপতি
মুক্তিযোদ্ধা মহাতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাউন্সিলে নির্বাচিত সহ-সভাপতি সরদার লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বে ইটালি আওয়ামীলীগ পূর্ণাঙ্গ কমিটির গঠনের ক্ষেত্রে সতর্ক থাকবে বলেও মনে করেন তিনি।
বহু বছর ধরে ইতালির রাজধানীর রোমে বসবাস করেন জনাব রব রফির ‌। ব্যবসা এবং রাজনীতির পাশাপাশি সমাজ নীতিতেও সক্রিয় এই নেতা। তিনি ইতালির বৃহৎ জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। শরীয়তপুর জেলা সমিতির সভাপতিির দায়িত্ব পালন করছেন সফল ভাবেই।
তিনি ইতালি আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি পদে একজন শক্তিশালী প্রার্থী। জনাব রব ফকির বলেন, এই পদে মাত্র দুজন প্রার্থীর কথা শোনা গেছে। কিন্তু এখন আরো কয়েকজন প্রার্থীর নাম এসেছে। প্রার্থী সংখ্যা যতই বাড়বে তিনি ততই আশাবাদী বলে মন্তব্য করেন। আমি মনে করি সিনিয়র সহ সভাপতি পদে এই প্রার্থী সংখ্যা আরো বাড়তে পারে। তাতে যোগ্য নেতা নির্বাচন করা সহজ হবে বলে আমি মনে করি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সভাপতি সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের নিয়ে আলোচনা করে এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছে সক্ষম হবো আমরা।
জনাব রব ফকির সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়ে বলেন, দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের কমিটি অনুমোদনের পর আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে প্রবাস থেকেও ভূমিকা রাখতে চাই। ইতালি আওয়ামী লীগের এই সুদৃঢ় ঐক্যে কোন গোষ্ঠী ফাটল ধরাতে পারবে না বলেও মন্তব্য করেন ইতালি আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রব ফকির। তিনি আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনেরও
সফলতা কামনা করে বলেছেন, আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। গোটা বিশ্বের মানুষের কাছে হবে ঈর্ষণীয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ