নাজমুল হোসেন, ইতালি:
ইতালিতে প্রবাসীরা কর্মদিবসে দূতাবাস সেবা গ্রহণ করতে না পারায় অনেক প্রবাসীর দূতাবাস সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে জটিলতায় পড়তে হয়। প্রবাসীদের এই সমস্যাগুলো বিবেচণা করে কয়েক বছর ধরে মিলান কনস্যুলেট প্রবাসীদের কোন সিলেট সেবা দিয়ে থাকেন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।
তারই ধারাবাহিকতায় রোববার ইতালির সুজারায় দিনব্যাপী কনস্যুলেট সেবা অনুষ্ঠিত হয়েছে। মিলান কনস্যুলেটের তত্বাবধানে হুমায়ুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় ইমরান হোসেন ,নূর হোসাইন ,নাসির তালুকদার ও সিদ্দিকুর রহমান এর সার্বিক সহযোগিতায় প্রায় চারশতাধিক প্রবাসী এই সেবা গ্রহণ করেন।পাসপোর্ট নবায়ন ,ফ্যামিলি ও ম্যারিজ সার্টিফিকেটসহ দূতাবাসের অন্যান্য সেবা প্রদান করা হয়।
প্রবাসীরা এই সেবা প্রদানের জন্য মিলান কনস্যুলেটের সকল কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কনস্যুলেট কার্যক্রমে কনসাল জেনারেল এইচ এম জাভেদ ,ভাইস কনসাল শামসুল আহসান ,শ্রম কনসাল সাব্বির আহমেদ কে স্থানীয় প্রবাসীদের পক্ষ থেকে দূতাবাস কার্যক্রম পরিচালনার জন্য ফুলের শুভেচ্ছা জানান আয়োজকরা। কনসাল জেনারেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতার জন্য স্থানীয় প্রবাসীদের ধন্যবাদ জানান।
কার্যক্রমে সহযোগিতা করেছেন মোস্তাক সুমন ,মনির হক ,নাঈম উদ্দিন ,মো সুমন ,রনি মোড়ল ,রুবেল ,মনির আহমেদ ,শাহ আলম ,মাহিন ,পলাশ ,আপেল ,লিটন ,আসিফ ,হাবিবুর ,তানজির হোসেন ,সুজন ও শফিকুল ইসলাম।
