আফজাল হোসেন রোমান: ইতালির রাজধানী রোমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
দোয়া ও মিলাদ মাহফিল করেছে রোম মহানগর বিএনপি। সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের
পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব, ইতালি বিএনপির উপদেষ্টা
ফয়েজ আহমেদ ফয়সাল, সহ সভাপতি ফিরোজ খান, মৃধা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক আল
আমিন বিশ্বাস, রোম মহানগর বিএনপির সহ সভাপতি বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সদস্য সাব্বির আহমেদ, সেন্তসেল্লে বিএনপির সভাপতি মজিবুর রহমান শিকদার, যুবদল ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার আহমেদ তাজুল, বিএনপি নেতা নাসির উদ্দিন খান, জুয়েল আহমেদ,, চাঁদপুর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিশির, বিএনপি নেতা আলী আযম, শরীফ মিয়াজিসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও দেশের উন্নয়নে তার কর্মকান্ডের স্মৃতিচারণ করেন।
পরিশেষে মরহুমের রূহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
