ইতালি প্রতিনিধি: ইতালি প্রবাসের সঙ্গী শিল্পী কাজী জাকারিয়ার একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রোমে।
সঙ্গীত শিল্পী সুস্মিতা সুলতানার মনোমুগ্ধকর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। কাজেই জাকারিয়ার সঙ্গীতে মুগ্ধ রাষ্ট্রদূত বলেন, দেশীয় সাহিত্য সংকেতকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি ও ঐতিহ্য জানাতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কাজী জাকারিয়ার একক সংগীত অনুষ্ঠানে ইতালির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ,আঞ্চলিক ও নারী সংগঠনের শীর্ষ নেতরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান কভার করতে আসা জাতীয় অনলাইন প্রেস ক্লাব ইতালীর সভাপতি ও এনটিভি ইতালির ব্যূরো প্রধান আফজাল হোসেন রোমান বলেন, এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রবাসে বড় হওয়া শিশুরা আমাদের সংস্কৃতি সম্পর্কে সম্মুখ ধারণা নিতে পারবে।
প্রবাসী বাংলাদেশীরা জাকারিয়ার সংগীতে মুগ্ধ হন। করোনা বিধি নিষেধ না থাকায় বিপুল সংকট প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।