ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে কর্মরত সাংবাদিক মিনহাজ হোসেন এবার প্রবাসীদের সেবায় আরো বেশি মনোযোগী হতে চান।
সিলেটের কৃতি সন্তান মিনহাজ হোসেন বন্দরনগরী নাপলীতে বসবাস করলেও বেশ কয়েক বছর ধরে তিনি রাজধানীর রোমে কাজ করছেন। চ্যানেল এস এর রোম প্রতিনিধি মিনহাজ হোসেন করোনা কালে প্রবাসীদের রিপোর্ট করে আলোচনায় চলে আসেন। ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন প্রদেশে চ্যানেল এস -কে ব্যাপক পরিচিতি এনে দিয়েছেন সাংবাদিক মিনহাজ হোসেন। ইংল্যান্ডের জনপ্রিয় এই চ্যানেলটি এখন রোমে প্রবাসী বাংলাদেশীদের একটি নির্ভরযোগ্য চ্যানেল এ পরিণত হয়েছেন সাংবাদিক মিনহাজ হোসেনের দক্ষতায়।
স্বদেশ বিদেশ এর সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রোমের এই ব্যস্ত সাংবাদিক বলেন, সাংবাদিকতার মাধ্যমে তিনি প্রবাসীদের আরো বেশি সেবা করতে চান । তাদের সুখ-দুঃখ বেদনা তুলে ধরার পাশাপাশি সাফল্যও তুলে ধরতে চান তিনি। বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যাসহ অন্যান্য সমস্যার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। প্রবাসী সকলের সমস্যা একসাথে হয়তো সমাধান করা যাবে না ,তবে আমাদের প্রচেষ্টা থাকবে সব সময়।
সাংবাদিক মিনহাজ হোসেন রোমে দৈনিক জন্মভূমিতে কাজ করছেন এখন।
