ইতালি প্রতিনিধি:ইতালির মিলানে বেশ কিছু তরুণের উদ্যোগে তিনবছর আগে গঠিত হয় ফেনী জেলা সমিতি। গঠনের পর থেকে দেশ ও প্রবাসে আর্তমানবতা সেবা সহ কমিউনিটির উন্নয়নে কাজ করে মিলান কমিউনিটির কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে সভাপতি পদে নুরুল আফসার বাবুল ও সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম শ্রাবন পুনঃনির্বাচিত হন।
সমিতির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ সভাপতি মোকসেদ আলম ,যুগ্ম সম্পাদক বাবুল হাজারী ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক ও কোষাধক্ষ সাইফুল ইসলাম ।
রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার বেলাল হোসেন পাটুয়ারীর পরিচালনায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন এবং নির্বাচিতদের শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য কাজী নজরুল ইসলাম ,নুরুল ইসলাম খোকন ,শাহজাহান ভূঁইয়া ,সেলিম আহমেদ ,শাহ ইমরান ,জাফর আহমেদ ,আবু সায়েদ মো সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন (মজনু),আব্দুল মোমিন ,আব্দুল আলিম,রাজু মজুমদার ,মোজামেমল হোসেন (সুমন),তারেক মনোয়ার আসিফ
,জাহিদ হোসেন ,আব্দুল মোতালেব,আবরারুল হোসেন ফাহিম,ইকবাল হোসেন ,শাইফুল ইসলাম,আব্দুল আলিম,নিজাম উদ্দিন ,সাহাদাত হোসেন প্রমুখ।
নতুন কমিটি ঘোষণা করে নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ শেষে নব নির্বাচিত সদস্যরা নির্বাচন কমিশনের সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।
