ইতালির ভেনিসে শরীয়তপুর জেলাবাসীর ইফতার মাহফিল

ভেনিস প্রতিনিধিঃ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির ভেনিসে বসবাসরত শরীয়তপুরবাসীর আয়োজনে স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৮ শতাধিক রোজাদারের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় ইফতারের আগে ইসলামিক আলোচনা ও দোয়া
পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল আজিজ। আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মিয়া মোসলেম,বুলু
সৈয়ল,হাকিম সৈয়ল, বেলাল হোসেন ঢালী,আজিজ হাওলাদার,নান্নু ঢালী,লিয়াকত খালাসি, সবুজ সৈয়াল,মাছুম ঢালী, আলি চৌকিদার, ,সাহালম হাওলাদার
,আকবর খান , হাকিম মাষ্টার, বাসার সরদার,নজরুল লাকুড়িয়া,বাবু শেখ,শাকিল তানভীর, সাজু ফকির,খোরশেদ ফকির, রুবেল বেপারী,সাইফুল সরদার,মোসলেম মৃধা,আলমগীর পাঠান,সুমন জমাদ্দার,সাইফুল,রুবেল সৈয়ালসহ আর ও অনেকে।্্শে্ষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শরীয়তপুর জেলাবাসী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ