ইতালি প্রতিনিধি:ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রোভিন্সিয়া দি ব্রেসিয়া মানতোভা সার্বজনীন আহ্ববায়ক কমিটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ,পুরস্কার বিতরণ এবং আহ্ববায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। রোববার স্থানীয় একটি হলরুমে তিন শতাধিক বিএনপির কর্মী নিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়।
আহ্বায়ক শরিফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মনির খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোর্ আন তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু মুহিত ,জমিরুল ইসলাম ,হাসান আনসারী ,শহিদুল ইসলাম ,মনির চৌধুরী ,কাস্তেল্লো ফ্রেদ্দ বিএনপি নেতা মুরাদ ,আলফানেল্লো বিএনপি নেতা মাহফুজুর রহমান ,গুইডাজোলা বিএনপি নেতা ফারুক আহমেদ ,মামুন আহমেদ ,স্থানীয় ইতালিয়ান কমিউনিটি নেতা ফ্রান্সেসকো কাতলানোসহ বিভিন্ন শহরের বিএনপির নেতাকর্মী ছাড়াও ব্রেসিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,সাইফুল ,আহমেদ সুজন ,মনির ,হাবিব ,জাহাঙ্গীর প্রমুখ।
আলোচনা সভার পূর্বে শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
