ডেস্ক রিপোর্ট: ইতালির বিশিষ্ট ব্যবসায়ী, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও জামিল উদ্দিন সফলতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশীদের প্রাণকেন্দ্র
তরপিনাতারায় তার আরো একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে রোববার। ইতিমধ্যেই তিনি এলিমেন্টারি ব্যবসায়ীতে সফলতা অর্জন করেছেন। জামিল উদ্দিন স্বদেশ বিদেশ কে বলেন, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করলে সফলতা ধরা দেবেই। তবে সেই
সাথে তিনি সততার কথাও উল্লেখ করেন । ইতালিতে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে জামিল উদ্দিন বলেন, কাজ বা ব্যবসা যাই করুন না কেন অধ্যবসায়ের বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ কাজে মনোযোগী হবারও আহ্বান জানান। গ্রীন সিলেট
আলিমেন্টারির দ্বিতীয় শাখা একুশে এপ্রিল রোববার সন্ধ্যা ছয়টায় উদ্বোধন হবে। ইতালির রাজধানী রোমের তরপিনাতারাস্থ ভিয়া তরপিনাতারা ৩৮/বি/৩৮/সি নাম্বারে উদ্বোধন হবে নতুন এ দোকান। গ্রীন সিলেট আলিমেন্টারির দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন জামিল উদ্দিন। রোববার সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
