কূটনৈতিক মাইলফলক হিসেবে ইকুয়েডর আনুষ্ঠানিকভাবে ইতালি সরকারের অভিবাসন সংক্রান্ত ডেকরেটো ফ্লুসি ২০২৬-২০২৮-এ অন্তর্ভুক্ত হয়েছে। এটি উভয় দেশের মধ্যে অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই অন্তর্ভুক্তির ফলে ইকুয়েডরীয় নাগরিকরা ইতালির শ্রম খাতে নিয়ন্ত্রিত, স্বচ্ছ ও আনুষ্ঠানিক চাকরির সুযোগ পাবেন যা তাদের শ্রম অধিকার এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করবে।
স্থানীয় সময় সোমবার (১০ নভেম্বর) ইকুয়েডরের পররাষ্ট্র ও মানব গতিশীলতা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত ২ অক্টোবর ইতালির মন্ত্রিপরিষদ এই ডিক্রি অনুমোদন করে। গত ১ জুলাই রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়ার ইতালি সফরের সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত সমঝোতা স্মারকের ফলেই এই অন্তর্ভুক্তি সম্ভব হয়েছে।
এই উপলক্ষে পররাষ্ট্র ও মানব গতিশীলতা মন্ত্রণালয়ের সভাকক্ষে ইকুয়েডর ও ইতালির মধ্যে নার্সিং পেশাজীবীদের জন্য প্রথম সার্কুলার মাইগ্রেশন কর্মসূচি চালু করা হয়।
ইতিমধ্যে, জাতীয় প্রতিষ্ঠানসমূহ ইতালিতে অবস্থিত ইকুয়েডরীয় দূতাবাস এবং বিভিন্ন ইতালীয় কোম্পানির যৌথ প্রচেষ্টায় স্বাস্থ্য ও শিল্প খাতে ২৫৫টি চাকরির শূন্যপদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর নির্বাচন প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যান্সেলর গ্যাব্রিয়েলা সোমারফেল্ড যিনি একে রাষ্ট্রপতি নোবোয়ার দেশে ও বিদেশে ইকুয়েডরীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, সার্কুলার মাইগ্রেশন অবশ্যই সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত এবং নিরাপদ হতে হবে, যাতে ইকুয়েডরীয়রা বিদেশে নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সমর্থন এবং মর্যাদাপূর্ণ আচরণ পান।
এই সার্কুলার মাইগ্রেশন কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও নিয়মিত প্রক্রিয়ায় অস্থায়ী কর্মসংস্থান প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীরা শ্রম মন্ত্রণালয়ের পোর্টালে সরাসরি এবং বিনামূল্যে আবেদন করতে পারবেন। এই উদ্যোগ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের প্রতি ইকুয়েডরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





