প্রতি বছর ইতালির মধ্য উমব্রিয়া অঞ্চলের মধ্যযুগীয় শহর গুব্বিওকে আলোকিত করে মন্টে ইংগিনোর ঢালে তৈরি হয় এক দৃষ্টিনন্দন আলোর কারুকাজ যা বিশ্বের বৃহত্তম ক্রিসমাস ট্রি ডিসপ্লে হিসেবে পরিচিত। ৪৫ বছরের এই জনপ্রিয় বার্ষিক ঐতিহ্যটি ২০২৫ সালে এক নতুন মাইলফলক ছুঁতে চলেছে।
এই জাদুকরী বৃক্ষ-আকৃতির কাঠামোটির উচ্চতা প্রায় ৭৫০ মিটার যা পর্বতের ঢালকে পুরোপুরি ব্যবহার করে নির্মিত। বৃক্ষটির চূড়ায় স্থাপিত হয় একটি বিশাল তারা। সুবিশাল এই ডিসপ্লেতে আলো জ্বালানোর জন্য প্রায় ৮ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয়েছে। এই বার্ষিক আলোর অনুষ্ঠানটি ১৯৮১ সালে শুরু হলেও এর অভূতপূর্ব বিশালত্বের জন্য এটি ১৯৯১ সালে গিনেস বুক অফ রেকর্ডসে স্থান করে নেয়।
উৎসবের এই মৌসুমে শহরটি ৭০০টিরও বেশি আলো দিয়ে এই কাঠামোটিকে আলোকিত করে তোলে। গাছটির বাইরের রূপরেখা তৈরি করা হয়েছে ৩০০টি সবুজ আলো দিয়ে। গাছটির ভেতরের অংশ আলোকিত করতে ব্যবহৃত হয়েছে ৪০০টি বহু রঙের আলো।
বৃক্ষটির ‘শিকড়’ গুব্বিওর প্রাচীন দেয়ালের কাছাকাছি থেকে শুরু হয় আর এর আলোকিত তারাটি পর্বতের চূড়ায় অবস্থিত শহরের পৃষ্ঠপোষক সন্ত এস. উবালদোর ব্যাসিলিকা পর্যন্ত পৌঁছে যায়। এই ক্রিসমাস ট্রি’র প্রতিটি আলো স্থানীয় বাসিন্দাদের দ্বারা গ্রহণ ও উৎসর্গ করা হয়। এই উৎসর্গীকৃত বার্তাগুলি নবজাতককে স্বাগত জানানো থেকে শুরু করে প্রিয় স্বজনদের প্রতি শ্রদ্ধা জানানোর মতো বিভিন্ন আবেগ ও অনুভূতি প্রকাশ করে থাকে।
এই বছরের অর্থাৎ ৪৫তম সংস্করণের আলোক-উজ্জ্বলন অনুষ্ঠানটি ২০২৫ সালের শনিবার ৭ ডিসেম্বর, বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি’ এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে।