ইতালির ৭০ বছরের বেশি বয়সী বাসিন্দাদের জন্য এসেছে এক স্বস্তির খবর। এখন থেকে তাদের আর বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বা ‘কার্তা দি ইদেন্তিতা’ নবায়ন করতে হবে না।
বুধবার (১২ নভেম্বর) দেশটির জনপ্রশাসন মন্ত্রী পাওলো জাঙ্গরিল্লো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মন্ত্রী জানান সরকার একটি ‘সরলীকরণ ডিক্রি’র অংশ হিসেবে এই বাধ্যবাধকতা বাতিলের পদক্ষেপ নিচ্ছে।
তিনি নিশ্চিত করেন ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের তাদের পরিচয়পত্র নবায়নের জন্য পৌরসভা কার্যালয়ে আর যেতে হবে না। সরকারের এই পদক্ষেপটি নাগরিকদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এবং এটি আগামী দিনগুলোতে সংসদে পেশ করা হবে।
নয় বছর আগে পর্যন্ত এই ‘কার্তা দি ইদেন্তিতা’ কাগজে প্রদান করা হতো। এরপর একটি নতুন ইলেকট্রনিক সংস্করণ দ্বারা এটিকে প্রতিস্থাপন করা হয়।
ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা এই কার্ডটি মূলত আমলাতান্ত্রিক প্রক্রিয়া বা অন্যান্য ক্ষেত্রে সরকারি প্রশাসন কার্যালয়ে পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়।
সাম্প্রতিক সময় পর্যন্ত ইতালীয় নাগরিকরা এই পরিচয়পত্র ব্যবহার করে ইতালি এবং ইউরোপের শেনজেন সীমান্ত মুক্ত ভ্রমণ অঞ্চলের মধ্যে বিমান ভ্রমণ করতে পারতেন। তবে জুলাই মাসে সেই বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এখন বিমান যাত্রার ক্ষেত্রে যাত্রীদের শুধুমাত্র তাদের বোর্ডিং পাস দেখালেই চলে।