ইতালিতে হিজাব বিতর্কে নাবালিকাকে নির্যাতন, বাংলাদেশি বাবাকে ৯ মাসের প্রবেশন

ইতালির চেসেনা শহরে নিজ নাবালিকা কন্যাকে ইসলামি পর্দা বা হিজাব না পরার শাস্তি হিসেবে মারধর ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন একজন বাংলাদেশি বাবা। গুরুতর আঘাত এবং ধারাবাহিকভাবে অপব্যবহারের প্রমাণ থাকা সত্ত্বেও আদালত ৫০ বছর বয়সী ওই অভিযুক্তকে গত সোমবার (১০ নভেম্বর) ৯ মাসের প্রবেশন (শর্তসাপেক্ষে সমাজে বসবাস করার সুযোগ) দিয়েছে।

বর্তমানে ১৭ বছর বয়সী নির্যাতিতা মেয়েটির মর্মস্পর্শী জবানবন্দি অনুযায়ী হিজাব পরিধানে বাধ্য করতে তার বাবা নিয়মিতভাবে বেত ও বেল্ট দিয়ে তাকে বেত্রাঘাত করতেন, অপমান করতেন এবং কঠোর বিধিনিষেধ আরোপ করতেন।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর। সেদিন ১৪ বছর বয়সী মেয়েটি হিজাব না পরে খোলা চুল নিয়ে বাড়ি থেকে বের হলে বাবা তাকে দেখে ফেলেন। এর জের ধরে বাবা মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার ফলে মেয়েটির মুখে, হাতে ও চোয়ালে ক্ষত, কালশিটে এবং তীব্র যন্ত্রণা হয়। এই ঘটনার পরপরই মেয়ের পক্ষ থেকে বাবার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের ওপর সংশোধনমূলক ব্যবস্থার অপব্যবহার এবং পারিবারিক নির্যাতনের মামলা দায়ের করা হয়।

বিচারক রামোনা বিজ্জারি অভিযুক্ত বাবাকে নয় মাসের প্রবেশন, কমিউনিটি সার্ভিস এবং ভুক্তভোগী মেয়েটিকে ২ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। শর্ত অনুযায়ী এই নয় মাসের প্রবেশন চলাকালীন আর কোনো অপরাধ না করলে তাকে কারাগারে যেতে হবে না।

আদালতের নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত বাবা পশ্চিমা সংস্কৃতিকে অন্ধকার এবং দুর্বোধ্য রীতিনীতির স্থান হিসেবে দেখতেন। ইতালিতে জন্ম নেওয়া মেয়েটি বাবার প্রত্যাশা অনুযায়ী হিজাব পরিধানে ব্যর্থ হওয়ায় তিনি নিয়মিতভাবে এই শারীরিক নির্যাতন করতেন।

যদিও এই বিচ্ছিন্ন ও দুর্ভাগ্যজনক ঘটনাটি নিঃসন্দেহে নিন্দনীয় তবে এটি কোনোভাবেই ইতালিতে বসবাসরত বৃহত্তর বাংলাদেশি সম্প্রদায়ের সামগ্রিক চিত্রকে তুলে ধরে না। ইতালিতে কয়েক লক্ষ বাংলাদেশি নাগরিক বসবাস করেন যারা তাদের কঠোর পরিশ্রম, আইন মান্যতা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মাধ্যমে দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রোম, মিলান, ভেনিসসহ বিভিন্ন শহরে বাংলাদেশি অভিবাসীরা রেস্তোরাঁ, কৃষি, নির্মাণ এবং ছোট ব্যবসার মাধ্যমে ইতালির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তাদের উদ্যোগ ও শ্রমশক্তি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক।

এই ঘটনাটি পারিবারিক সহিংসতা ও সাংস্কৃতিক দ্বন্দ্বের একটি দুর্ভাগ্যজনক উদাহরণ হলেও ইতালীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা ও অবদান অনস্বীকার্য।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ