ইতালিতে রোমের বাইরে লাতিনার তেরেসিনায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ছুটির দিনে ঈদ হওয়াতে ঈদের জামাতগুলোতে ছিল প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতি।রোমের বাইরে লাটিনার তেরসিনায় খোলা মাঠে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। কমিউনিটির নেতা আবুল কালামের নেতৃত্বে এই ঈদের জামাতে ইমামতি করেন বিদেশি নাগরিক শেখ খালেক

খোলা মাঠের এই ঈদের জামাতে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবেগ গাজী, শাহিনুল ইসলাম, মোহাম্মদ মোখলেছ, আবুল খায়ের, আতাউর রহমান এবং স্থানীয় ইমাম কামরুল ইসলাম।

সকালে ঠান্ডার মাঝেই মুসল্লিরা মাঠে এসে উপস্থিত হতে শুরু করেন। নামাজ শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
জামাত শেষে কমিউনিটির নেতা আবুল কালাম বলেন, আমরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবাসের মাটিতে
এভাবে ঈদ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই ঈদ জামাত আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান জনাব আবুল কালাম। তিনি সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শাহিনুল ইসলাম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসের মাটিতে আমরা এভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তুষ্ট।
আবুল খায়ের জানান, বিদেশের মাটিতে খোলা মাঠে ঈদের নামাজ পড়তে পেরে মনে হচ্ছে বাংলাদেশেই কোন ঈদের মাঠে নামাজ আদায় করলাম। তিনিও সকলকে ঈদের শুভেচ্ছা জানান। খোলা মাঠে আয়োজিত তেরেসিনার এই ঈদের জামাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল। স্থানীয় গৃহবধূরা এখানে ঈদের নামাজ আদায় করেন জামাতে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ