ইতালিতে বরফ ও ঐতিহ্যের মিশেলে মিলানো কর্টিনা ২০২৬ অলিম্পিক নিয়ে বাড়ছে উন্মাদনা

আর মাত্র ১০০ দিন, বিশ্বের সমস্ত দৃষ্টি নিবদ্ধ হবে ইতালির দিকে যেখানে শুরু হতে চলেছে অলিম্পিক শীতকালীন গেমস মিলানো কর্টিনা ২০২৬। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কৃস্টি কভেন্ট্রি এই গেমস নিয়ে তাঁর গভীর উত্তেজনা প্রকাশ করেছেন। তাঁর মতে এই গেমসগুলি তাঁর রাষ্ট্রপতিত্বের অধীনে প্রথম শীতকালীন গেমস এবং এটি এমন এক দেশে অনুষ্ঠিত হচ্ছে যা আবেগকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ধারণ করে।

ইতালি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, খাবার এবং ফ্যাশনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তবে প্রেসিডেন্ট কভেন্ট্রির মতে যা ইতালিকে সত্যিই বিশেষ করে তোলে তা হলো তার মানুষের আত্মা তাদের উষ্ণতা, পরিবার ও সম্প্রদায়ের প্রতি তাদের অনুভূতি এবং সর্বোপরি তাদের অদম্য আবেগ। এই আবেগই হবে মিলানো কর্টিনা ২০২৬ এর মূল চালিকাশক্তি। খেলোয়াড়রা এটি অনুভব করবেন দর্শকরা এর অংশ হবেন এবং বিশ্ব যখন দেখবে তখন ইতালির প্রতিটি পদক্ষেপে এই আবেগ ঝলমল করে উঠবে।

মিলানো কর্টিনা হবে অলিম্পিক এজেন্ডা সংস্কারের দ্বারা গঠিত প্রথম শীতকালীন গেমস। এই সংস্কারগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: ইতিহাসের সবচেয়ে লিঙ্গ-ভারসাম্যপূর্ণ গেমস। ঐতিহাসিক ভেন্যু এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হবে।

বিদ্যমান সুযোগ সুবিধার সর্বাধিক ব্যবহার করা হবে এবং শীতকালীন ক্রীড়া যে অঞ্চলের স্থানীয় পরিচয়ের অংশ সেখানে গেমস ছড়িয়ে দেওয়া হবে। এটি এক নতুন মডেল যা প্রমাণ করে কীভাবে টেকসই, ঐতিহ্য এবং উদ্ভাবন হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে।

সবকিছুর ঊর্ধ্বে অলিম্পিক গেমস এটি এমন এক জগতে শান্তি ও ঐক্যের প্রতীক যা প্রায়শই সংঘাতে বিভক্ত থাকে। অলিম্পিক ভিলেজে প্রবেশ করলেই এই স্পিরিট অনুভব করা যায়। পৃথিবীর প্রতিটি প্রান্ত, প্রতিটি সংস্কৃতি এবং প্রতিটি পটভূমির ক্রীড়াবিদরা সেখানে একসঙ্গে বসবাস করেন এবং একে অপরকে সম্মান করেন। তারা কঠোর প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু একই আশা ও স্বপ্ন দ্বারা ঐক্যবদ্ধসহ মানুষ হিসেবে একে অপরকে আলিঙ্গন করেন।

অলিম্পিক গেমস মানবজাতির সেরা দিকটি তুলে ধরে এবং সেই মূল্যবোধগুলিকে আলোকিত করে যা আমাদের একক মানব পরিবার হিসাবে একত্রিত করে। এই শক্তিশালী বার্তাই ইতালি থেকে বিশ্বের কাছে অনুরণিত হবে। প্রেসিডেন্ট কভেন্ট্রি আশাবাদী ১০০ দিনের মধ্যে ইতালি অলিম্পিকের ইতিহাসে তার পরবর্তী অধ্যায় রচনা করবে যা ইতালির স্বকীয় আবেগ ও আত্মা দিয়ে লেখা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ