২০২৬ থেকে ২০২৮ সালের বাজেট পরিকল্পনার অংশ হিসেবে ইতালির সরকার ধনী বিদেশিদের জন্য প্রযোজ্য বার্ষিক ‘ফ্ল্যাট ট্যাক্স’ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রস্তাব করেছে। সরকারি সূত্র অনুযায়ী, বর্তমানে যে বার্ষিক করের হার ২ লক্ষ ইউরো, তা বাড়িয়ে বার্ষিক ৩ লক্ষ ইউরো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রস্তাবটি ইতিমধ্যেই ২০২৬ সালের বাজেট আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর ব্যবস্থার ওপর গত দুই বছরে এটি দ্বিতীয়বারের মতো বৃদ্ধির প্রস্তাব।
এই বিশেষ কর ব্যবস্থাটি প্রথম চালু হয়েছিল ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাতেও রেনজির কেন্দ্র-বাম সরকার দ্বারা। এর মূল লক্ষ্য ছিল ধনী বিদেশিদের ইতালি অভিবাসী হতে উৎসাহিত করা এবং দেশে বিনিয়োগ বাড়ানো। পরবর্তীকালে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রক্ষণশীল প্রশাসন ২০২৪ সালে এই করের হার দ্বিগুণ করে ২ লক্ষ ইউরো করেছিল।
ট্যাক্স বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্ল্যাট ট্যাক্স দ্বিগুণ করা হলেও ইতালি তার অত্যন্ত অনুকূল উত্তরাধিকার কর কাঠামোর কারণে ধনী ব্যক্তিদের কাছে এখনও আকর্ষণীয় গন্তব্য হিসেবে রয়ে গেছে। ২০২৩ সালে প্রায় ১ হাজার ৫০০ জন ব্যক্তি ইতালির এই ফ্ল্যাট ট্যাক্স ব্যবস্থার সুবিধা নিয়েছিলেন। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এই ব্যবস্থা থেকে রাষ্ট্রীয় কোষাগারে ৩১৫ মিলিয়ন ইউরো রাজস্ব এসেছে।
সম্প্রতি ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ইতালির এই ব্যবস্থা নিয়ে কর প্রতিযোগিতার মাধ্যমে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ তুললেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেই অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন।