ইতালিতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত


মিনহাজ হোসেন নগর সম্পাদক: সোমবার ইতালিসহ ইউরোপের দেশগুলোতে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন প্রদেশে কমপক্ষে ৫০ টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রোমে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াচ্ছা ভিত্তোরিওস্থ জাতীয় ঈদগাহ মাঠে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ইতালি প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে খোলা মাঠে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এবার করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে প্রবাসীরা আনন্দিত। জাতীয় ঈদ উদযাপন কমিটি র যুগ্ম আহবায়ক, আব্দুর রউফ ফকির সাংবাদিকদের কাছে সাক্ষাৎকালে ঈদের দিন সরকারি ছুটি দাবি করে বলেন, ইতালিতে বিপুলসংখ্যক প্রবাসী ইসলাম ধর্মের অনুসারী। কাজেই অন্তত দুই ঈদে মুসলমানদের জন্য সরকারের ছুটি ঘোষণা করা উচিত। এই দাবি নিয়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীও অনুরূপ দাবি জানান। জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানী রোমের লারগো প্রেনেস্তিনা, তরপিনাত্তারা পার্ক মন্তেভেরদে মন্তাতানিওয়ালা, তিবুরতিনা প্রভৃতি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মদিবসে ঈদ হওয়াতে অনেকেই ঈদের নামাজ আদায় করে ছুটেছেন কর্মস্থলে। প্রবাস জীবনে ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও প্রবাসীদের মনে পড়ে দেশে থাকা স্বজনদের কথা। খোলা মাঠে ঈদের জামাত ছাড়াও প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদের জামাত কভার করতে যাদের দেখা গেছে তাদের মধ্যে ছিলেন, এটিএন বাংলার ইতালি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, ৭১ টিভির প্রতিনিধি লাবণ্য চৌধুরী, এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান, চ্যানেল এস এর প্রতিনিধি মিনহাজ হোসেন, বাংলা টিভির রোম প্রতিনিধি হুমায়ুন কবির, সহ আরো অনেকে। ঈদের জামাত শেষে সাংবাদিকদের ঈদ আড্ডায় মেতে উঠতে দেখা যায়। সাংবাদিকদের ঈদ আড্ডা আলোক চিত্র ধারণ করেন সাংবাদিক মঞ্জুর মালিক ও রাজু আহমেদ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ