*ফারদিন হোসেন*
ডেস্ক রিপোর্ট; আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। বাংলাদেশের লাখো ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সকাল দশটায় শুরু হবে এ বছরের এসএসসি পরীক্ষা।
এই পরীক্ষায় অন্যান্যদের মাঝে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের ছেলে ফারদিন হোসেন গাজীপুর ক্যান্টনমেন্ট অবস্থিত বিওএফ ক্যান্ট. পাবলিক স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ফারদিন হোসেন ইতালি প্রবাসী সকল বাংলাদেশী এবং তার স্বজনদের দোয়া প্রার্থনা
*ফারদিন হোসেন*
করেছেন। যাতে করে এই পরীক্ষায় ভালো ফলাফলের মধ্য দিয়ে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। পড়াশোনা অত্যন্ত মনোযোগে এবং ভালো ছাত্র হিসেবে ইতিমধ্যে স্কুলের শিক্ষকদের স্বীকৃতি পেয়েছেন। ফারদিন তার মা মিসেস আলমগীরের সাথে গাজীপুরের নিজস্ব বাড়িতে বসবাস করে।
