ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামউজ্জামান ইউরোপের সেরা সাংবাদিকের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ভেনিসের সহকর্মী সাংবাদিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।
ফ্রান্স থেকে প্রাপ্ত এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহকর্মীরা বলেছেন, এই স্বীকৃতিতে ভেনিস প্রবাসী সাংবাদিকরা আনন্দিত এবং গর্বিত। কাজের স্বীকৃতি পাওয়ায় আসলাম উজ্জামানের দায়িত্ব আরো বেড়ে গেল বলেও মনে করেন তারা। সহকর্মীরা বলছেন, প্রবাসী বাংলাদেশীদের সেবায় জনাব আসলাম ইতিমধ্যেই ভেনিসহ ইতালি এবং ইউরোপের জনপ্রিয়তা অর্জন করেছেন। একজন সৎ সাংবাদিক হিসেবেও তিনি পরিচিতি পেয়ে সকল সাংবাদিককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তারা জনাব আসলামের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
