ডেস্ক রিপোর্ট: এনটিভির ইতালির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় ইতালির তিন সাংবাদিক নেতা অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক লুৎফুর রহমান, ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন এবং বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ পৃথক পৃথকভাবে জনাব আফজাল হোসেনকে অভিনন্দন জানান।
্প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান তার অভিনন্দন বার্তায় বলেন, “”এনটিভি র ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান ইউরোপের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন”‘।
ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন আফজাল হোসেন রোমানকে অভিনন্দন জানিয়ে
বলেছেন,”এগিয়ে যাওয়ার প্রেরণায় অভিনন্দন”। তিনি আরো বলেন, “ইতালি প্রবাসী বাংলাদেশীদের পরিচিত মুখ, স্বনামধন্য সাংবাদিক, এনটিভি ইতালির ব্যুরো প্রধান জনাব আফজাল হোসেন রোমান এনটিভি ইউরোপের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন”।
বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ আফজল হোসেন রোমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন,”we are proud”.
এই তিন সাংবাদিক নেতার অভিনন্দন জানানোর প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত জনাব রোমানের এই প্রাপ্তিতে। আগামী দিনে আফজাল হোসেন রোমান আরো বেশি দায়িত্বশীল হয়ে প্রবাসী বাংলাদেশীদের একজন গর্বিত সাংবাদিক হবেন এটাই প্রত্যাশা সকলের।
সাংবাদিক আফজাল হোসেন রোমান যারা তাকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন আপনাদের ভালবাসা নিয়েই সৎ সাংবাদিকতা করে প্রবাসীদের কল্যাণে আরো বেশি দায়িত্ব পালন করতে চাই।
