ইউক্রেনে যুদ্ধে ৪৭৪ বেসামরিক লোক নিহত : জাতিসঙ্ঘ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অন্তত চার শ’ ৭৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, রুশ আগ্রাসনে আরো আট শ’ ৬১ বেসামরিক লোক আহত হয়েছেন।

তবে প্রকৃত সংখ্যা এর থেকে আরো বেশি হবে বলে বিবৃতিতে জানানো হয়।

জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর জানায়, যুদ্ধের তীব্রতায় অনেক স্থানেই তারা নিহত-আহতদের সংখ্যা নিশ্চিত করতে যেতে পারেননি।

বিবৃতিতে বলা হয়, ‘ভারী কামান থেকে গোলাবর্ষণ, মাল্টিলাঞ্চ (একাধিক নিক্ষেপযোগ্য) রকেট সিস্টেম, মিসাইল ও বিমান হামলাসহ বিপুল এলাকা জুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে বেশিরভাগ বেসামরিক লোকের হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। সর্বশেষ গত ২ মার্চ ইউক্রেনের জরুরি সেবা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিলো, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ