ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি সামরিক করখানা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই দাবি করে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতের বেলা কয়েকটি উচ্চ-নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র কিয়েভ অঞ্চলের ব্রোভারি এলাকার কাছে একটি গোলাবারুদ কারখানা ধ্বংস করেছে।
এ ব্যাপারে ব্রোভারির মেয়র ইগর সাপোজকো জানান, স্থানীয় সময় রোববার ভোরে ‘কয়েকটি অবকাঠামোতে হামলা হয়েছে’।
যদিও ব্রোভারিতে উপস্থিত এএফপির সাংবাদিক কোনো ধ্বংস, ধোঁয়া কিংবা আগুনের চিহ্ন দেখতে পাননি।
সম্প্রতি কিয়েভের বাইরের সামরিক স্থাপনাগুলোতে রাশিয়া বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক কারাখানাকে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
যদিও গত মাসে কিয়েভের চারপাশসহ ইউক্রেনের উত্তরাঞ্চলে সেনা সরিয়ে নিয়ে পূর্বাঞ্চলের দোনবাস দখলের দিকে নজর দিয়েছিল রাশিয়া।
তবে কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ার পর কিয়েভেও হামলা জোরদার করেছে রাশিয়া।