ইউক্রেনের সেই শহর নিয়ে ধোঁয়াশা

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহরের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছিল। অবশ্য ইউক্রেনীয় কর্মকর্তারা ওই শহরটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীর হাতে পতনের খবর জানালেও পুরোপুরি শহরটির নিয়ন্ত্রণ রাশিয়া নিতে পারেনি বলে দাবি করেছে।

কিয়েভের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সেনারা বর্তমানে শহরের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে।

অবশ্য বিবিসি দুইপক্ষের কারো কথাই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তাই সেখানকার পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে বিবিসি জানিয়েছে। রাশিয়ান বাহিনী শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রাশিয়ার সেনাদের লাইমান শহর দখল করার বিষয়টি ‘রাশিয়ার সেনাদের অভিযান পরিচালনা করার ব্যবস্থাপনা এবং কৌশলের দক্ষতা বাড়ার’ ইঙ্গিত দিচ্ছে।

দোনবাসের দোনেৎস্কে অবস্থিত লাইমান শহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ শহরটিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এ শহরের পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যে রাস্তা দিয়ে দোনেৎস্কে ইউক্রেনের অধীনে থাকা শহরগুলোতে যাতায়াত করতে হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ