ইউক্রেনের জাহাজের নাবিক জামালের খোঁজ পাচ্ছে না পরিবার

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে আটকেপড়া বাংলার সমৃদ্ধি নামক জাহাজটিতে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশী নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়।

একই সাথে আটকা পড়ে জাহাজটিতে থাকা আরো ২৮ জন নাবিক। এর মধ্যে রয়েছেন নরসিংদীর জামাল হোসেনও। রকেট হামলার পর থেকে জামালের কোনো খোঁজ পাচ্ছে না স্বজনরা। এমনটাই জানিয়েছেন জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন।

জামাল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে।

বুধবার জাহাজটিতে হামলার ঘটনার পর থেকে জামাল হোসেনের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।

জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন বলেন, জামাল পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ওই জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমান। ইউক্রেনে বাংলাদেশী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার খবর পেয়ে গতকাল থেকে বার বার চেষ্টা করেছি বড় ভাইয়ের খোঁজ নেয়ার জন্য। কিন্তু কোনোভাবেই খোঁজ নিতে পারিনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা।

পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করলে তারা জানিয়েছেন অন্য সকলেই ভালো আছে। কিন্তু আমরা কোনোভাবেই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না। তাই পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ