টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।
টেস্টের আদি ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড ক্রিকেট দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
ইংল্যান্ড সফরে লর্ডসে ১ম টেস্টে ৫ উইকেটে হারে কিউইরা।
নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনের লাঞ্চের কিছু আগে ব্যাটিংয়ে নেমে ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় রীতিমতো তাণ্ডব চালান জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। এই দুই তারকার ব্যাটিংশৈলীতে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
সিরিজের শেষ টেস্ট লিডসে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৯ রানের জবাবে ৩৬০ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানের লিড নিয়ে ৩২৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
২৯৬ রানের টার্গেট তাড়ায় ওলি পপ, সাবেক অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় ইংল্যান্ড।