আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচে কেমন হবে একাদশ

ঘরের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শেষবার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন কাতারে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। বুয়েন্স এইরেসের মনুমেন্টালে দেশের দর্শকদের বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত মেসিও।

বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তার স্ত্রী-সন্তান। বাবা-মায়ের সঙ্গে নিটক আত্মীয়দের মাঠে থাকার ব্যবস্থা করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তবে মেসির শুরুর একাদশে থাকার বিষয়টি নিশ্চিত নয়।

মেসি সম্প্রতি ইনজুরি থেকে উঠে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন কোচ লিওনেল স্কালোনি তাকে পুরো ৯০ মিনিট খেলাচ্ছেন না। হয় শুরুতে বেঞ্চে রাখছেন নয়তো দ্বিতীয়ার্ধে বদলি করে তুলে নিচ্ছেন। ভেনেজুয়েলার বিপক্ষে খেলা নির্ভর করছে আয়োজনের পরিকল্পনার ওপর।

মেসিকে ম্যাচের শুরুতে সংবর্ধনা দেওয়া হলে বা অন্য কোন পরিকল্পনা নেওয়া হলে শুরুতে একাদশে দেখা যেতে পারে তাকে। আবার যদি ম্যাচ শেষে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হলে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন তিনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের মতে, শুরুর একাদশেই থাকতে পারেন লিও। আক্রমণভাগে তার সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদাকে দেখা যেতে পারে। লওতারো মার্টিনেজ থাকতে পারেন বেঞ্চে।

মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ডি পল ও লিয়ান্দ্রো পারদেসের থাকার সম্ভাবনা বেশি। তবে স্কালোনি এই ম্যাচে নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুনোদের পরীক্ষা করে দেখবেন। রক্ষণে ওতামেন্ডির বিকল্প এখনো পায়নি আর্জেন্টিনা। তার সঙ্গে থাকবেন ক্রিস্টিয়ানো রোমেরো। উইং ব্যাকে নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনার থাকার সম্ভাবনাই জোরালো।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ডি পল, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ