আর্কটিক অঞ্চলে রাশিয়া-চীন ‘পার্টনারশিপ’, যা বলল ন্যাটো

আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা ওই অঞ্চলে ন্যাটো জোটের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন।

কানাডা সফরের সময় স্টলটেনবার্গ এই কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

স্টলটেনবার্গ বলেন, রাশিয়া এবং চীন একটি কৌশলগত আর্কটিক পার্টনারশিপ গঠন করেছে যা ন্যাটোর মূল্যবোধ এবং স্বার্থকে চ্যালেঞ্জ করেছে।

বলেন, রাশিয়া উত্তর মেরুতে উল্লেখযোগ্য মাত্রায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। রাশিয়া আবারও আর্কটিক অঞ্চলে সোভিয়েত আমলের শত শত সামরিক স্থাপনা চালু করেছে। এছাড়া, ওই অঞ্চলকে রাশিয়া নতুন নতুন অস্ত্র পরীক্ষার কেন্দ্রে পরিণত করেছে বলেও অভিযোগ করেন স্টলটেনবার্গ।

ন্যাটো মহাসচিব বলেন, এই অবস্থায় রাশিয়ার মোকাবেলা করতে হলে আর্কটিক অঞ্চলে ন্যাটো জোটকে তার সামরিক উপস্থিতি বাড়াতে হবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানগুলোর জন্য উত্তর মেরু হবে উত্তর আমেরিকায় পৌঁছানোর সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথ।

এক্ষেত্রে রাশিয়ার মোকাবেলা করার জন্য নর্থ আমেরিকান অ্যারো স্পেস ডিফেন্স কমান্ড বা নোরাডের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ