ডেস্ক রিপোর্ট: বাড়ির কাছে আরশী নগর-সেই আরশিনগরের নাম অনুসারে ইতালির রাজধানী রোমে গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান “আরশী ফ্যাশন”। কর্নেলিয়া মেট্রো স্টেশন এর উপরে প্রতিষ্ঠিত এই দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক তোলা হয়েছে এই আরশি ফ্যাশনে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিসেস মুন্নি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বেচাকে নিয়ে বিক্রি অনেক বেশি। ছেলেদের পাঞ্জাবি-পায়জামা ছাড়াও মহিলাদের থ্রি পিস, লেহেঙ্গা শিশুদের সব রকমের পোশাক, নারীদের শাড়ি সবকিছুই পাওয়া যায় এখানে। এক হিসেবে দেখা গেছে রোমে তৈরি পোশাকের দোকানগুলোর মধ্যে এখনো পর্যন্ত আরশী ফ্যাশন শীর্ষে অবস্থান করছে।
দোকানে আসা ক্রেতারা বলছেন, অন্যান্য দোকানের তুলনায় এখানে পোশাকের যেমন কোয়ালিটি রয়েছে তেমনি দাম অপেক্ষাকৃত কম। ব্যবসার হিসাব মতে কম লাভ বেশি বিক্রি-মানে বেশি লাভ। মিসেস মুন্নি সেই ফর্মুলা অনুযায়ী ব্যবসা করে থাকেন বলেও জানান তারা।
সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং ক্রেতাদের সাথে চমৎকার কথা বলার কারনেই বহুদূর থেকেও আরশি ফ্যাশনে এসে উপস্থিত হন গৃহবধূরা। মিসেস মুন্নি একজন সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও রোমে পরিচিত।
