আমেরিকার নর্থ ইষ্ট ফিলাডেলফিয়ায় খোলা মাঠে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত

ইউএসএ প্রতিনিধি,:আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যের বৃহত্তর ফিলাডেলফিয়ার নর্থ ইষ্টে “বেসাপের” উদ্যোগে খোলা মাঠ
পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হয় জারডেল পার্কে বুধবার। এই ঈদ
জামাতে নারী-পুরুষ এবং শিশুদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত।
নামাজে অসংখ্যক মানুষের অংশগ্রহন ছিলো সত্যিই লক্ষণই। এখানে ৬০০ শতাধিক মানুষ নামাজে অংশগ্রহন করেন।
অত্যন্ত সুন্দর আবহাওয়ার মধ্যে সকাল ৯টায় ঈদ জামাত টি শুরু হয়। জামাতে ইমামতি
করেন বিশিষ্ট আলেম জনাব শেখ ইকবাল। নামাজের পরপরই নামাজে অংশগ্রহনকারীদের জন্য ছিলো হালকা খাবার মিষ্টান্ন, তরমুজ, কফি এবং বাচ্চাদের জন্য ডোনাট। বিশেষ করে বাচ্চাদের জন্য খেলনা প্রদান করায় বেসাপ কতৃপক্ষ ধন্যবাদ জানান মুসল্লিরা।
জামাতে অংশগ্রহনকারী বিশেষ করে মা এবং বোনেরা যারা জামাতে অংশগ্রহন করেছিলেন সবাই বেসাপকে ধন্যবাদ প্রদান করেন এমন একটি সুন্দর এবং সুশৃংখল প্রোগামের আয়োজন করার জন্য। এছাডাও অংশগ্রহনকারী নারীরা এই কারনে খুশি তাদের নামাজের জন্য পর্দা সহকারে আলাদা নামাজের ব্যবস্হা করায় এবং তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা ব্যবস্হা রাখা হবে।
বেসাপের পক্ষ থেকে নামাজে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন বেসাপের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা রেজওয়ান।
নিরাপত্তা প্রদান করায় ফিলাডেলফিয়ায় পুলিশ ডিপার্টমেন্টকে এবং বেসাপের কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানিয়ে ঈদ আনন্দ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন সভাপতি স্বরন খান

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ